রাজধানী বিভিন্ন স্পটে দেদারছে চোরাই পণ্য ক্রয়-বিক্রয়, শরীয়ত কি বলে........

লিখেছেন লিখেছেন মুফতি যুবায়ের খান রাহমানী। ২৪ আগস্ট, ২০১৪, ১০:৩৪:১১ সকাল





গত কয়েকদিন আগে মিরপুর এগারো লালমাটিয়া-বাউনিয়ানিয়াবাধঁ এলাকার দিকে কোন এক কাজে গিয়েছিলাম। ফিরার সময় খেয়াল রাস্তার দু’পাশে মোবাইল বিক্রি হচ্ছে, কম দামে অনেক ভালো ভালো মোবাইল পাওয়া যাচ্ছে। অনেক মানুষ সেখান থেকে কম দামে দুই-তিনটা করে মোবাইল কিনে নিয়ে যাচ্ছে। বুঝতে বাকী রইলোনা যে, এগুলো চোরাই তথা চুরি করে আনা মোবাইল। শুধু মিরপুর এগারোই নয়; রাজধানী ঢাকার গুলিস্তান, যাত্রাবাড়ী, সদরঘাট সহ অনেক জায়গায় এরকম চোরাই পণ্য দেদারছে বিক্রি হচ্ছে। আর আমরা সেখান থেকে কম দামে তা কিনে নিয়ে আসছি!! অথচ আমরা একবারো কি বিবেককে প্রশ্ন করছি, এভাবে জেনেশুনে চোরাই পণ্য ক্রয় করা শরীয়ত সম্মত হচ্ছে কিনা?

এভাবে জেনেশুনে চোরাই পণ্য ক্রয় করে আমরা মূলত চোরদেরকেই সহায়তা করছি, অথচ মহান আল্লাহ রাব্বুল আলামীন পবিত্র কুরআনে আমাদেরকে সুস্পষ্ট নির্দেশনা দিচ্ছেন যে,

.تَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ

তোমরা পরস্পর নেক ও তাকওয়ার কাজে একে আপরকে সাহায্য-সহযোগিতা করো, সাবধান! অন্যায় ও গুনাহের কাজে একে অপরকে সহযোগিতা করবেনা।

এমনিভাবে হাদীসে পাকে রাসুলুল্লাহ সা. এরশাদ করেন, যে ব্যক্তি জেনেশুনে চুরি করা পণ্য ক্রয় করলো, সে যেনো তার সাথে তার গুনাহে শরীক হলো।

তাই আমাদেরকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। আল্লাহ তায়ালা আমাদেরকে বুঝার ও আমল করার তাওফিক দান করুন। আমীন।

সুত্র: সূরা মায়েদা ২নং আয়াত, সুনানে বায়হাকী ২/৪৩৯

বিষয়: বিবিধ

১৩১১ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

257656
২৪ আগস্ট ২০১৪ সকাল ১০:৫৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অনেক ধন্যবাদ
মানুষ অল্প দামে দামি মোবাইল সংগ্রহ করে সেটা প্রদর্শন করার লোভে চোরাই মাল কিনে আরেকটি অপরাধ করে। আমাদের নৈতিক মান এভাবেই নষ্ট হয়ে গিয়েছে। কাউকে এই ব্যাপারে দৃষ্টি আকর্ষন করলে জবাব দেয় যে বিক্রি করছে সেই দায়ি ক্রেদা দায়ি নয়!!
২৫ আগস্ট ২০১৪ সকাল ১০:৫৬
201676
মুফতি যুবায়ের খান রাহমানী। লিখেছেন : হাদীসের ভাষ্য দ্বারা সুস্পষ্ট ভাবে বুঝা যায় ক্রেতাও দায়ী। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
257658
২৪ আগস্ট ২০১৪ সকাল ১১:০০
হতভাগা লিখেছেন :
চোরে না শুনে ধর্মের কাহিনী


গুলিস্তানে হকি স্টেডিয়াম ও ফুটবল স্টেডিয়ামের মাঝে যে ফ্লাডলাইটটি আছে বায়তুল মোকাররম টু সিনেমা (বিলুক্ত) হল সংলগ্ন রাস্তার পাশে - সেটা চোর বাজার নামে খ্যাত ।
২৫ আগস্ট ২০১৪ সকাল ১১:০২
201680
মুফতি যুবায়ের খান রাহমানী। লিখেছেন : চোরে তো ধর্মের কাহিনী শুনবে না ঠিক আছে। কিন্তু আমরা যারা অল্পদামে পাওয়ার লোভে চোরাই মাল কিনি! তারা তো চোরদেরকেই সহায়তা করি। আপনি আমি যদি সচেতন হই এবং অন্যদেরকে সচেতন করি তাহলেই বন্ধ হতে পারে ওদের চোরাকারবারী। অন্তত নিজে তো গুনাহ থেকে বেচেঁ যাবো তাইনা?
২৫ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৪২
201813
হতভাগা লিখেছেন : ৫ বার চ্যাম্পিয়ান হয়েছে , তাও আবার পর পর । কাদেরকে কি শোনান ?
257659
২৪ আগস্ট ২০১৪ সকাল ১১:০১
চোরাবালি লিখেছেন : এত কিছু বুঝি না; এধরনের পণ্য কখনও কিনি না; আমার মনে হয় আমিও চোর হয়ে যাব। কেননা তারা যদি বেচত না পারত তা হলে নিয়ে বসত না।
২৫ আগস্ট ২০১৪ সকাল ১১:০৫
201683
মুফতি যুবায়ের খান রাহমানী। লিখেছেন : নিজে যেমন সচেতন হয়েছেন। অন্যদেরকেও সচেতন করূন। কেননা, হাদীসে এসেছে যে ব্যক্তি কোন ভালো কাজের পথ দেখায় সে ঐ ভালো কাজের সাওয়াব পায়।
257666
২৪ আগস্ট ২০১৪ সকাল ১১:১৪
কাহাফ লিখেছেন : শুধু মোবাইল নয়,প্রতিটা জিনিষ ক্রয়ে বিষয় টা খেয়াল করতে হবে।
২৫ আগস্ট ২০১৪ সকাল ১১:০৬
201685
মুফতি যুবায়ের খান রাহমানী। লিখেছেন : হ্যা, ঠিক বলেছেন।
257667
২৪ আগস্ট ২০১৪ সকাল ১১:২০
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৫ আগস্ট ২০১৪ সকাল ১১:০৭
201686
মুফতি যুবায়ের খান রাহমানী। লিখেছেন : আপনাকেও অসংখ্য ধন্যবাদ
257689
২৪ আগস্ট ২০১৪ দুপুর ১২:৩৭
আজিম বিন মামুন লিখেছেন : বিষয়টি ঈমানের সাথে জড়িত বিধায় ক্রেতা-বিক্রেতা উভয়েরই সতর্ক হওয়া উচিত।ধন্যবাদ সচেতনতা মূলক পোষ্টের জন্য।
২৫ আগস্ট ২০১৪ সকাল ১১:০৭
201687
মুফতি যুবায়ের খান রাহমানী। লিখেছেন : আপনাকেও অসংখ্য ধন্যবাদ
257699
২৪ আগস্ট ২০১৪ দুপুর ০১:০২
আবু সাইফ লিখেছেন : জাযাকাল্লাহ...

যদিও চোরাই মাল এবং সেকেন্ড-হ্যান্ড মাল
এ দুয়ের তফাত অনশ্যই আছে

তবে
সেকেন্ড-হ্যান্ড মাল অবশ্যই দোকান থেকে কিনতে হবে- রাস্তা থেকে নয়

রাস্তারটি চোরাইমাল হবার সম্ভাবনা ৯৯.৯৯৯%

২৫ আগস্ট ২০১৪ সকাল ১১:০৮
201689
মুফতি যুবায়ের খান রাহমানী। লিখেছেন : শুকরিয়া
257708
২৪ আগস্ট ২০১৪ দুপুর ০১:২২
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : জাযাকাল্লা খাইর .।। Rose Rose
258030
২৫ আগস্ট ২০১৪ সকাল ১১:০৮
মুফতি যুবায়ের খান রাহমানী। লিখেছেন : ওয়া লাকা আহসানুল জাঝা।
১০
258041
২৫ আগস্ট ২০১৪ সকাল ১১:৪৮
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : অন্নেক ভালো লাগলো Good Luck Good Luck যাজাকাল্লাহু খাইর। Rose Rose Good Luck Good Luck Rose Rose
২৫ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৩৫
201835
মুফতি যুবায়ের খান রাহমানী। লিখেছেন : আপনাকেও অসংখ্য ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File